০২ ডিসেম্বর, ২০১৯ ২০:২৯:৪১
ডি এম আরমান হোসেন, জেলা প্রতিনিধি রংপুর: রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে নুর ইসলাম নামে এক ব্যক্তির জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষীটারী ইউনিয়নের পূর্ব মান্দ্রাইন গ্রামের জমির দলিল লেখক বাবু সরকারসহ বেশ কয়েকজন মিলে নুর ইসলামের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জবর দখলের অপতৎপরতা শুরু করে। এছাড়াও বাবু সরকার নুর ইসলামের জমির দলিলও আটকিয়ে রাখে। সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে বসে মিমাংসা করার চেষ্টা করা হলেও বাবু সরকার ও তার পরিবারের সদস্যরা নুর ইসলামের পরিবারের সদস্যদের উপর আনুর বাজার নামক স্থানে হামলা করে এবং নানাভাবে হুমকি দেয়। ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমার জমি দখলে নিয়ে রেখেছে, দলিল আটকিয়ে রেখেছে আবার আমাদের সাথেই নানা ঝামেলা করছে। আমি এর বিচার চাই। তার খুঁটির জোর কোথায়?
এ বিষয়ে অভিযুক্ত বাবু সরকারের সাথে কথা হলে তিনি অনেকটা চড়াও হয়ে বলেন, কত সাংবাদিক দেখেছি। আমি দেখে নিব ওরা কি করে। আর আপনাদের মত সাংবাদিক আমার হাতের মুঠোয় থাকে। আমার কাছেই নুর ইসলামের জমির কাগজপত্র আছে, পারলে নিয়েন।